বিনোদন ডেস্ক : বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টক অব দ্য টাউনে রূপ নিয়েছে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলীর বৈবাহিক সম্পর্ক। কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে নায়ক জানান, অনস্ক্রিন-অফস্ক্রিন কোথাও বুবলীর সঙ্গে দেখা যাবে না তাকে।
শাকিব খানের এ মন্তব্য সংবাদমাধ্যমে প্রকাশ হওয়ার পর বিষয়টি মুহূর্তে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এমনকি সোশ্যাল মিডিয়ায়ও এ নিয়ে নানা মন্তব্য করতে থাকেন নেটিজেনরা। ঘটনা এখানে শেষ হলেও পারতো। কিন্তু স্বামী-অভিনেতা শাকিব খানের মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা জবাব দেন চিত্রনায়িকা বুবলী।
বুবলী এক ফেসবুক স্ট্যাটাসে জানান, সন্তান শেহজাদ খান বীরের কথা ভেবে অনেক কিছুই তিনি বলেন না। আবার ঈদে তারকা স্বামীর সঙ্গেও সময় কাটিয়েছেন। এছাড়াও নিজেদের ব্যক্তিজীবন নিয়ে নানা কথা বলেন তিনি।
এরপর শাকিব-বুবলী বিষয় টক অব দ্য টাউনে রূপ নেয়। একদিকে অভিনেতা স্পষ্ট জানিয়েছেন, তার সঙ্গে বুবলীকে আর কখনো দেখা যাবে না। আরেক দিকে বুবলীর পাল্টা জবাব। দুই তারকার বৈবাহিক সম্পর্ক নিয়ে যখন নানা গুঞ্জন, তখন ‘বসগিরি’ সিনেমার নায়িকা জানালেন—সুখ নির্ভর করে নিজেদের ওপর।
বৃহস্পতিবার (১১ মে) দুপুর পৌনে তিনটার দিকে ফেসবুক ভেরিফায়েড পেজে এক পোস্টে বুবলী লেখেন, ‘সুখ নির্ভর করে আমাদের ওপর।’ তার এ স্ট্যাটাসটি মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।