Home অর্থনীতি এক সপ্তাহের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

এক সপ্তাহের ব্যবধানে ফের কমল স্বর্ণের দাম

অনলাইন ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে আবারো স্বর্ণের দাম কমল। এর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে লাগবে ৭২ হাজার ২৫৮ টাকা। এর আগে ভরি ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। ফলে ভরিতে দাম কমল ১ হাজার ৪৫৮ টাকা। নতুন দর আজ শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

আজ সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সর্বশেষ গত ১৩ই আগস্ট স্বর্ণের দাম ভরিতে সাড়ে তিন হাজার টাকা কমিয়েছিল সমিতি। এর আগে ৬ই আগস্ট স্বর্ণের দাম বেড়ে ৭৭ হাজার ২১৬ টাকা ভরি হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সমিতি জানায়, স্বর্ণের নতুন দর কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৭২ হাজার ২৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেট ৬৯ হাজার ১০৯ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৩৬১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫০ হাজার ৩৯ টাকায়।

গত তিন মাস ধরেই আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দর উধ্বমুখী।

সেই কারণে দেশের বাজারেও দফায় দফায় দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। গত ২৩শে জুন স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৮২৫ টাকা, গত ২৪শে জুলাই ২ হাজার ৯১৬ টাকা, ৬ আগস্ট ৪ হাজার ৪৩৩ টাকা বৃদ্ধি করে জুয়েলার্স সমিতি। তারপর দুই দফায় কমে ৪ হাজার ৯৫৮ টাকা।

Exit mobile version