Home খেলাধুলা এক কোটিতে রাজস্থানে মুস্তাফিজ

এক কোটিতে রাজস্থানে মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক : আইপিএলের প্রথমবার সুযোগ পেয়েই বাজিমাত করেছিলেন মুস্তাফিজুর রহমান। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে গিয়ে ১৬ ম্যাচে নিয়েছিলেন ১৭ উইকেট। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে জিতেছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের আওয়ার্ড।

২০২১ আইপিএলের জন্য তাকে এক কোটি রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। কাটার মাস্টার খ্যাত এই পেসারের ভিত্তিমূল্যও ছিল এক কোটি। ভিত্তিমূল্য দিয়েই তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান।

আইপিএলে মুম্বাই ও হায়দারবাদের পক্ষে মোট ২৪টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ । বাঁহাতি পেস বোলিংয়ে তিনি শিকার করেছেন মোট ২৪টি উইকেট। সেরা বোলিং ১৬ রানের বিনিময়ে ৫টি উইকেট।

Exit mobile version