Home রকমারি এক কুমড়ার ওজন ১১৫৮ কেজি!

এক কুমড়ার ওজন ১১৫৮ কেজি!

অনলাইন ডেস্ক : একটি কুমড়ার ওজন এক হাজার ১৫৮ কেজি। অবাক করার মতো হলেও বিষয়টি সত্য। দৈত্যাকার এই কুমড়া নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক কৃষক। গড়েছেন রেকর্ডও।

নিউ ইয়র্কের কৃষক স্কট অ্যান্ড্রেস। তার ক্ষেতেই ফলেছে এ বিশাল কুমড়া। যা দিয়ে তিনি নিউ ইয়র্কে ‘দ্য গ্রেট পামকিন ফার্ম’ নামে প্রতিযোগিতায় সেরার পুরস্কার পেয়েছেন।

অল্পের জন্য বিশ্ব রেকর্ডের গড়তে পারেননি স্কট অ্যান্ড্রেস। তার এই কুমড়ার ওজন এক হাজার ১৫৮ কেজি। সেখানে ইটালির এক কৃষক এক হাজার ২২৫ কেজি ওজনের কুমড়া ফলিয়ে বিশ্ব রেকর্ড করেছেন।

স্কট জানিয়েছেন, তার লক্ষ্য ছিল বিশ্ব রেকর্ডের। যার কারণে তিনি দিন-রাত এক করে কুমড়ার দেখাশোনা করে গেছেন। এদিকে, বিশ্ব রেকর্ড না করতে পারলেও উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি ওজনের কুমড়ার রেকর্ড তারই দখলে। আর তাতেই তিনি সন্তুষ্ট।

Exit mobile version