বিনোদন ডেস্ক : শুক্রবার রাত থেকেই বান্দ্রায় পরিণীতি চোপড়া বাড়ি সেজে উঠেছে। দিল্লিতে রাঘব চাড্ডার সরকারি বাংলোতে সাজ-সাজ রব। দুই তারকার বাগদান উপলক্ষে সেজে উঠেছে দুই রাজ্যের দুই এলাকা।

বোনের বাগদানে ইতোমধ্যে দিল্লিতে এসে পৌঁছেছেন প্রিয়াংকা চোপড়া। তবে দেখা মিলল না স্বামী নিক জোনাসের। একমাত্র শ্যালিকার বাগদান, তা-ও কেন এলেন না নিক?

শোনা যাচ্ছে, নিক এবং তার সহযোগী জোনাস ব্রাদার্স কেভিন জোনাস এবং জো জোনাস তাদের নতুন অ্যালবাম প্রকাশ করেছেন। এই মুহূর্তে নতুন অ্যালবামের প্রকাশে ব্যস্ত তারা। শুক্রবার একটি টুডে কনসার্টের হোস্ট করতে এবং একটি সাক্ষাৎকার দিতে দেখা গিয়েছে। সম্ভবত নিক তার নতুন অ্যালবামের প্রচারে ব্যস্ত থাকবেন। সেই কারণেই নাকি রাঘব-পরিণীতির বাগদানে আসতে পারেননি নিক।

এদিকে বাগদান উপলক্ষ্যে ১৫০ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। এদিন দুই পরিবারের আত্মীয়স্বজন আর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব হাজির থাকবেন। সম্পূর্ণ পাঞ্জাবি রীতিনীতি মেনে পরিণীতি আর রাঘবের বাগদান পর্ব সারা হবে।

আগামী অক্টোবর মাসের শেষের দিকে এই জুটি সাত পাকে বাঁধা পড়বেন-এমনই শোনা যাচ্ছে।