Home আন্তর্জাতিক একই পরিবারের ৭ শিশুসহ ১০ ফিলিস্তিনিকে মারল ইসরায়েল

একই পরিবারের ৭ শিশুসহ ১০ ফিলিস্তিনিকে মারল ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইসরায়েলের বিমান হামলায় সাত শিশুসহ একই পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। গাজা উপত্যকার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসসাল বলেন, জাবালিয়ার দক্ষিণ-পশ্চিমে জাবালিয়া আল-নাজলায় নিজ বাড়িতে হামলার শিকার হয়েছে পরিবারটি। সেখানে ১০ জন শহীদ হয়েছেন।

শহীদদের সবাই একই পরিবারের। এদের মধ্যে সাতজনই শিশু। সবচেয়ে বড় শিশুটির বয়স ছিল ছয় বছর। এই হামলা আরো ১৫ জন আহত হয়েছেন বলে জানান বাসসাল।

এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, হামাস সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তারা ওই অঞ্চলে আইডিএফ সদস্যদের প্রতি হুমকি তৈরি করেছিল।

Exit mobile version