Home আন্তর্জাতিক উত্তর গাজার কিছু অংশে দুর্ভিক্ষ ‘আসন্ন’,জাতিসংঘের সতর্কতা

উত্তর গাজার কিছু অংশে দুর্ভিক্ষ ‘আসন্ন’,জাতিসংঘের সতর্কতা

অনলাইন ডেস্ক : বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের নিয় স্বাধীন দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি সতর্ক করে বলেছে,উত্তর গাজার কিছু অংশে দুর্ভিক্ষ ‘আসন্ন’।ইসরাইলি বাহিনী এক মাসেরও বেশি সময় ধরে এলাকাটি অবরোধ করে রেখেছে,এক হাজারেরও বেশি লোককে হত্যা করেছে এবং খাবার,পানি ও ওষুধ ছাড়াই আরও কয়েক হাজার মানুষকে আটকে রেখেছে।

ফিলিস্তিনে ইসরাইলি আক্রমণের বড় কেন্দ্রবিন্দু এখন উত্তর গাজা।এমনিতেই পুরো গাজা উপত্যকা বিধ্বস্ত।সেখানে ওই অঞ্চলের উত্তরাংশে সামরিক অভিযান তীব্র ভারি করেছে ইসরাইল।সব ধরনের মানবিক সহায়তা, জরুরি সেবা বন্ধ করে গত মাসের অক্টোবর থেকে চলছে এই বর্বর আক্রমণ।

জাতিসংঘের স্বাধীন দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি উত্তর গাজার পরিস্থিতিকে‘অত্যন্ত গুরুতর এবং দ্রুত অবনতিশীল’বলে অভিহিত করেছে একইসঙ্গে তাদের আহ্বান যে যুদ্ধের সমস্ত অভিনেতাকে মানবিক বিপর্যয় এড়াতে ‘সপ্তাহ নয় দিনের মধ্যে’অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।

বিবৃতিতে জোর দেওয়া হয়েছে যে এর মধ্যে শুধু যোদ্ধারাই নয়, যারা তাদের ওপর প্রভাব বিস্তার করে তারাও অন্তর্ভুক্ত।

এ নিয়ে জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র স্টেফানি ট্রেম্বলে বলেন,‘এই সতর্কতা আরও জোরদার করে যে গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি,যেমনটি আমরা বিস্তারিত বলেছি, অত্যন্ত গুরুতর এবং দ্রুত অবনতি হচ্ছে।

এই বিপর্যয়কর পরিস্থিতি এড়াতে যারা এখানে সংঘাতে সরাসরি অংশ নিচ্ছেন তাদের সবার কাছ থেকে এই পদক্ষেপটি প্রয়োজন’।

এই স্বাধীন দুর্ভিক্ষ পর্যালোচনা কমিটি জাতিসংঘের ১৫ সংস্থার সঙ্গে জড়িত,যারা বিশ্বব্যাপী ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ করে।

 

Exit mobile version