অনলাইন ডেস্ক : ইসরায়েলিদের সামনেই হিমালয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছে বাংলাদেশি পর্বতারোহীদের একটি দল। নেপালের থুরং-লা গিরিপথে ফিলিস্তিনের পতাকা ওঠানোর পর ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন ‘ট্যুর গ্রুপ বিডি’ নামের ওই দলের সদস্যরা। খবর আনাদোলুর।
হিমালয়ের অংশ নেপালের থুরং-লা গিরিপথের উচ্চতা ৫,৪১৬ মিটার। সেখানে পৌঁছাতে পর্বতারোহী দলটির ১০ দিন লেগেছে।
গিরিপথে ফিলিস্তিনি পতাকা প্রথমে ওড়ান সোলাইমান ও তামিম মুনতাসির। পরে তাদের সঙ্গে যোগ দেন পর্বতারোহী দলটির নেতা রাহি রাফসান।
তামিম মুনতাসির বলেন, সৌভাগ্যবশত আমরা ইসরায়েলের বড় একটি পর্বতারোহী দলের সামনেই পতাকাটি ওড়াতে পেরেছিলাম। এতে আমাদের পতাকা ওড়ানো এবং স্লোগান আরও অর্থবহ হয়ে ওঠে।
পর্বতারোহী সোলাইমান বলেন, পতাকা ওড়ানোর সঙ্গে স্লোগান দেওয়া হচ্ছে দেখে ইসরায়েলি দলটিকে খুব রাগান্বিত এবং হতাশ মনে হচ্ছিল। তিনি আরও বলেন, এমনকি ইসরায়েলি পর্বতারোহী দলের একজন রেগে গিয়ে আমাদের দিকে তেড়ে আসতে থাকেন। তবে ইসরায়েলি দলের আরেকজন তাকে থামিয়ে দেন।
গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়। এরপর থেকে গাজায় বিমান ও স্থলহামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রায় সাত মাস ধরে চলা এই হামলায় এখন পর্যন্ত প্রায় ৩৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।