Home বিনোদন ইলন মাস্কের মায়ের সঙ্গে কোথায় গেলেন জ্যাকুলিন

ইলন মাস্কের মায়ের সঙ্গে কোথায় গেলেন জ্যাকুলিন

বিনোদন ডেস্ক : সম্প্রতি বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ মা মারা গেছেন। এ ক’দিনে নিজেকে সামলে নিয়েছেন অভিনেত্রী। সোমবার (২১ এপ্রিল) ধনকুবের ইলন মাস্কের মা মে মাস্কের সঙ্গে দেখা গেছে তাকে।

ভারতের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিয়েছেন দু’জনে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবি থেকে দেখা যায়, ইলনের মা পরেছিলেন সাদা রঙের কুর্তা, প্রায় একই রঙের চুড়িদার পরেছিলেন জ্যাকুলিনও।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ইলনের মা নিজের বইয়ের উদ্বোধনের কারণে মুম্বাই এসেছেন। ইলনের মায়ের সঙ্গে আলাপ করে অভিভূত জ্যাকলিন বলেন, ‘তার সঙ্গে মন্দিরে পূজা দেওয়ার অভিজ্ঞতা খুবই সুন্দর। মে নিজের বইপ্রকাশ অনুষ্ঠানে ভারতে এসেছেন।’

অভিনেত্রীর কথায়, ‘তিনি এমন এক নারী যাকে নমনীয়তার প্রতীক বলা যায়। আমাকে অনেক কিছু শিখিয়েছে তার ব্যবহার। তাকে দেখে মনে হয়েছে বয়স কেবল একটি সংখ্যামাত্র। বয়স কখনও কারও স্বপ্ন এবং লক্ষ্য নির্ধারণ করতে পারে না।’

প্রসঙ্গত, চলতি বছর জ্যাকলিনের চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর পৃথিবীর অন্যতম ধনী ইলনের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এই সময় সুকেশ কারাগারে রয়েছে। সেখান থেকেই ইলন মাস্কের সংস্থা ‘এক্স’-এ ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এরপর আরও ১ বিলিয়ন ডলার তিনি আগামী বছর বিনিয়োগ করতে চান।

Exit mobile version