স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান গোল্ডেন বয়ের সংক্ষিপ্ত তালিকায় থাকা ২০ ফুটবলারের নাম প্রকাশ করা হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর তাদের মধ্যে ২১ বছরের মধ্যে থাকা ইউরোপিয়ান ক্লাবে খেলা সেরা ফুটবলারকে তা বেছে নেওয়া হবে। ইতালির ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম টুট্টো স্পোর্টস প্রতিবছর এই পুরস্কার দিয়ে থাকে। তারাই এই তালিকা দিয়েছে।

এবারের দেওয়া সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের আক্রমণভাগের দুই তরুণ জাদন সানকো এবং আর্লিং হ্যালন্ড। এছাড়া রিয়াল মাদ্রিদের দুই তরুণ ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো গোয়েস আছেন তালিকায়। জায়গা পেয়েছেন বার্সেলোনার আনসু ফাতি, সের্গিয়ানো ডেস্টরা।

এর আগে লিওনেল মেসি, পল পগবা, কিলিয়ান এমবাপ্পে, ম্যাথিউস ডি লিটরা ইউরোপিয়ান গোল্ডেন বয় পুরস্কার পেয়েছেন। গত মৌসুমে পুরস্কার উঠেছে অ্যাথলেটিকো মাদ্রিদের পর্তুগিজ তরুণ জোয়াও ফেলিক্সের হাতে।

ইউরোপিয়ান গোল্ডেন বয়ের তালিকায় থাকা ফুটবলার: মাইকেল বাক্কার (পিএসজি, নেদারল্যান্ডস), এডুয়ার্ড কামাভেঙ্গা (রেঁনেস, ফ্রান্স), জোনাথন ডেভিড (লিলি, কানাডা), আলফনসো ডেভিস (বায়ার্ন মিউনিখ, কানাডা), সের্গিয়ানো ডেস্ট (বার্সেলোনা, যুক্তরাষ্ট্র), ফ্যাবিও সিলভা (উলভারহ্যামটন, পর্তুগাল), আনসু ফাতি (বার্সেলোনা, স্পেন), ফিল ফোডেন (ম্যানসিটি, ইংল্যান্ড), রায়ান গ্রাভেনবেচ (আয়াক্স, নেদারল্যান্ডস), ম্যাসন গ্রিনউড (ম্যানইউ, ইংল্যান্ড), আর্লিং হ্যালন্ড (বরুশিয়া ডর্টমুন্ড, নরওয়ে), কালাম হুডসন ওডাই (চেলসি, ইংল্যান্ড), ডিজন ক্লুসভেস্কি (জুভেন্টাস, সুইডেন), রদ্রিগো গোয়েস (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল), বুকায়ো সাকা (আর্সেনাল, ইংল্যান্ড), জাদন সানকো (বরুসিয়া ডর্টমুন্ড, ইংল্যান্ড), ডোমিনিক সাজোবোস্লাই (রেড বুল সলসবার্গ, হাঙ্গেরি), সান্দ্রো টোনাইল (এসি মিলান, ইতালি), ফারান তোরেস (ম্যানসিটি, স্পেন), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)।