অনলাইন ডেস্ক : ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ রিপোর্টারদের বলেছেন, ইউক্রেন সংকটময় পরিস্থিতির মধ্যে, এজন্য দেশটিতে জরুরি সহায়তা দরকার। ব্রাসেলসে ন্যাটোর সম্মেলনের আগে তিনি এমন মন্তব্য করলেন। বুধবার (১৫ জুন) বিবিসির লাইভ প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ন্যাটোর প্রধান বলেন, জোটের সদস্যরা ইউক্রেনকে ভারী ও দূরপাল্লার অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে। এছাড়া তিনি জানান, তিনি আশা করছেন ন্যাটোর বৈঠকে ইউক্রেনের জন্য নতুন একটি সহায়তা প্যাকেজে সবাই রাজি হবে।

সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ আরও বলেন, আমরা ইউক্রেনে সাহায্য বাড়ানোর দিকে মনোনিবেশ জোরদার করেছি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।