অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক করোনা আক্রান্ত হয়েছেন। তবে তিনি সুস্থ রয়েছেন। শনিবার (৩ অক্টোবর) ভোরে তার ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপ্লব বলেন, ‘এখন পর্যন্ত স্যার সুস্থ আছেন, ভালো আছেন। করোনা পজিটিভ হওয়ায় তিনি হোম কোয়ারেন্টিনে আছেন। দেশবাসীর কাছে তিনি ও তার পরিবারের সদস্যরা অতিসত্বর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।’

এদিকে দেশবাসীকে উদ্দেশ করে নানক তার ফেসবুক পেজে লিখেছেন, ‘বৈশ্বিক মহামারি করোনা (কোভিড-১৯)-এর শুরু থেকে জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে দেশের মানুষের এবং দলের জন্য কাজ করে গেছি। বর্তমানে আমি করোনা পজিটিভ হওয়ার কারণে হোম কোয়ারেন্টিনে আছি।আল্লাহর রহমতে সুস্থ আছি, ভালো আছি। দ্রুত আরোগ্য লাভ করে আপনাদের সেবায় আবার নিজেকে নিয়োজিত করতে সবার কাছে দোয়া প্রার্থনা করছি।’

ইতোমধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজনসহ তৃণমূলের অনেক নেতা করোনা আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে অনেকে মারাও গেছেন।

দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দেওয়া বক্তব্যসহ বিভিন্ন অনুষ্ঠানে জানিয়েছেন, করোনা সংক্রমণ কালে ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন তার দলের নেতাকর্মীরা। যে কারণে তাদের অনেকে আক্রান্ত হয়েছেন।