অনলাইন ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিদ্রোহীদের আক্রমণে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছেন। তার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতার আসাদের ব্যক্তিগত বাসভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায় এবং মালামাল লুটপাট করে নিয়ে যায়।

রোববার (৮ ডিসেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহ থেকেই আসাদ সরকারের পতনের পদধ্বনি শুরু হয়েছিল।

বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এর কাছে একের পর এক অঞ্চল হারাতে থাকে আসাদ বাহিনী। শেষ পর্যন্ত বিদ্রোহীদের আক্রমণের সামনে দাঁড়াতে না পেরে পিছু হটে আসাদ বাহিনী। যার পরিণতি আসাদ সরকারের ক্ষমতা হারানো।

দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়ার শাসন পরিচালনা করে আসছিল আসাদের পরিবার। ২০১১ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হলে সে অর্থে আর শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। রাশিয়া ও ইরানের সহযোগিতায় আসাদ সরকার ক্ষমতায় ঠিকে থাকলেও দেশটির বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে লড়াই করতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত বিদ্রোহীদের কাছেই পরাজয় বরণ করলেন আসাদ।

বাশার আল আসাদ সরকারের পতনের পর বিভিন্ন দেশে থাকা সিরিয়ানদের বিজয় উল্লাস করতে দেখা গেছে। অনেকে রাস্তুায় সেজদায় লুটিয়ে পড়েছে। আল্লাহু আকবার ধ্বনিতে কেঁপে উঠেছে সিরিয়ার আকাশ বাতাস।

সিরিয়াতে যেন বাংলাদেশের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। গত ৫ আগস্ট ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর লাখ লাখ মানুষ রাস্তায় নেমে বিজয় উল্লাস করেন। গণভবনে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।