Home খেলাধুলা আরও একটি শিরোপার সামনে মেসি

আরও একটি শিরোপার সামনে মেসি

স্পোর্টস ডেস্ক : লিগস কাপের শিরোপা ঘরে তোলার রেশ না কাটতেই আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সামনে এবার ইউএস ওপেন কাপের শিরোপা জয়ের হাতছানি। বৃহস্পতিবার সকাল ৫টায় ইউএস ওপেনের সেমিফাইনালে ইন্টার মায়ামির বিপক্ষে মাঠে নামবে সিনসিনাটি এফসি। ম্যাচটিতে মেসিরা জয় পেলে ২৭ সেপ্টেম্বর ইউএস ওপেনের শিরোপার লড়াইয়ে নামবে মায়ামি। যেখানে জিতলেই মেসির হাতে উঠবে ৪৫ নম্বর শিরোপা।

যুক্তরাষ্ট্রে ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো ইউএস ওপেন কাপ। ১৯১৩–১৪ মৌসুমে প্রথম শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন অনুমোদিত যত ক্লাব আছে, তার মধ্যে প্রায় ১০০টি ক্লাব এই টুর্নামেন্টে অংশ নিয়ে থাকে। অরল্যান্ডো সিটি বর্তমান চ্যাম্পিয়ন।

সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি মায়ামির জার্সিতে সাত ম্যাচে ১০ গোল করেছেন। মেজর লিগ সকারের তলানির দল হিসেবে মায়ামি টানা তৃতীয় মৌসুমে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছিলো। মেসির আগমনে পুরো দৃশ্যই পাল্টে গেলো। টানা সাত ম্যাচে অপরাজিত থেকে লিগস কাপের শিরোপা ঘরে তুলে মেসির মায়ামির স্বপ্ন এখন ইউএস ওপেন কাপ।

 

Exit mobile version