রুমা বসু

আমি মেয়ে
দৌপদীরূপে এই আমারই তোমরা বস্ত্র হরণ করতে চেয়েছিলে

আমি মেয়ে
সীতা রূপে এই আমারই সতীত্বে আঙুল তুলে তোমরা আমায় অগ্নি পরীক্ষা দিতে বলেছিলে

আমি মেয়ে
কুন্তি রূপে যাকে তার প্রথম সন্তানকে কুমারী মেয়ের সন্তান বলে জলে ভাসিয়ে দিতে হয়েছিল

আমি মেয়ে
অহল্যা রূপে ইন্দ্রের ব্যভিচারের জন্য যাকে ঋষি গৌতমের অভিশাপে পাথর হয়ে যেতে হয়েছিল

আমি মেয়ে
আমি সেই জ্যোতি সিংহ পান্ডে যাকে ২০১২ সালে দিল্লিতে গণধর্ষণ করে তোমরা মেরেছিলে

আমি মেয়ে
আমি সেই চার লক্ষ মেয়ে যাদের একাত্তরের নৃশংস পাকিস্তান সেনাবাহিনী ও তাদের সহযোগী দস্যুরা দিন রাত ধর্ষণ করে বীরাঙ্গনা বানিয়েছিলে

আমি মেয়ে
আমি ফরিদপুরের মিম, যাকে বিয়েতে প্রত্যাখান করার জন্য নিজের ফুফাতো ভাই অন্যদের সাথে গণধর্ষণ করে মরতে বাধ্য করেছিলে

আমি মেয়ে
আমি সেই আটজন মেয়ে যাকে জোহানেসবার্গের একটি পরিত্যক্ত খনি এলাকায় মিউজিক ভিডিওর শ্যুটিং চলাকালে অন্তত ৮৪ জন মিলে গণধর্ষণ করেছিলে

আমি মেয়ে
আমাকে বাসে-ট্রামে-রেলে শহরে-গ্রামে জলে-জঙ্গলে যেখানে-সেখানে পুরুষ তোমরা পঞ্চেন্দ্রিয় দিয়ে সারাক্ষণ ধর্ষণ করে যাচ্ছ

আমি মেয়ে
আমাকে সমাজ সংসারের চাপে বারবনিতা হতে হয়, বারবনিতার পুরুষ নাম কি কখনও ডিকশনারীর পাতায় উঠাবে এ পুরুষ শাসিত সমাজ

আমি মেয়ে
তাই আমাকেই আমার শরীরের জন্য বিনা অপরাধে চিরদিন সতীত্বের পরীক্ষা দিতে হয়

আমি মেয়ে
আমি ধর্ষিত হলে সমাজ আমাকেই দোষী করে নেয়, ধর্ষকের হয় না সামাজিক বিচার

আমি মেয়ে
তাই আজও আমি মানুষ না হয়ে তুচ্ছ তাচ্ছিল্যের মেয়েমানুষ হয়েই রয়ে গেলাম।
রুমা বসু : কবি, অটোয়া, কানাডা