Home বিনোদন আমির খানের সঙ্গে অভিনয় করা জাভেদ এখন সবজিওয়ালা!

আমির খানের সঙ্গে অভিনয় করা জাভেদ এখন সবজিওয়ালা!

বিনোদন ডেস্ক : করোনার ঢেউয়ে উলট-পালট বিনোদন অঙ্গন। এতে করে যেমন নিন্ম আয়ের মানুষ জীবন চালাতে হিমশিশ খাচ্ছে তেমনি চলচ্চিত্রের সঙ্গে জড়িত অনেকের অবস্থাও শোচনীয়। এমনই একজন হলেন জাভেদ হায়দার।

ভারতের সংবাদমাধ্যম এইসময় জানায়, আমির খানের সঙ্গে ‘গুলাম’ ছবিতে অভিনয় করেছেন জাভেদ হায়দার। অভিনয় করেছেন ‘চাঁদনি বার’-এর মতো ছবিতেও। সেই অভিনেতাই এখন রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে সবজি বিক্রি করছেন।

সম্প্রতি টিকটক ভিডিওতে দেখা গেল জাভেদ হায়দারকে । ঘুরে ঘুরে টম্যাটোর প্যাকেট ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন তিনি। বিগ বসের সাবেক প্রতিযোগী ডলি বিন্দ্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে জাভেদের সবজি বিক্রি করার ভিডিয়ও পোস্ট করেছেন। দ্রুত তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অবশ্য করোনাভাইরাসের এমন সংকটকালে অভিনেতার এমন জীবনযুদ্ধ প্রশংসা করেছেন নেটপাড়ার বাসিন্দারা।

ফেসবুকে এক ভিডিও পোস্টের মাধ্যমে এ থেকে উত্তরণের জন্য সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ‘এখন সংকোচ করলে বাঁচা কঠিন হয়ে যাবে। আমার অবস্থা সত্যিই শোচনীয়। তাই আপনাদের কাছে আমি সাহায্যের আর্তি জানাচ্ছি। কবে আবার কাজ হবে জানি না। এও জানি না, ফের কাজ পাব কি না। আপনারা যদি তিনশো-চারশো টাকা করেও অর্থসাহায্য দেন, তা হলে উপকৃত হই।’

Exit mobile version