বিনোদন ডেস্ক : বলিউডের তারকা দম্পতিদের নিয়ে আগ্রহের শেষ নেই। এই তালিকায় অন্যতম ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। বাস্তবের এই জুটি একসঙ্গ নয়টি ছবিতে অভিনয় করেছেন। এর বেশির ভাগ ছবিতে ঐশ্বরিয়া রাই বেশি পারিশ্রমিক পেয়েছেন অভিষেকের চেয়ে।

এ নিয়ে ২০১৮ সালে অভিষেক বচ্চন বলেছিলেন, ‘স্ত্রী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে করা নয়টি সিনেমার আটটিতেই তার চেয়ে কম পারিশ্রমিক পেয়েছেন অভিষেক।’ মূলত বলিউডের লিঙ্গবৈষম্য নিয়ে কথা বলতে গিয়ে এই অভিনেতা এমনটা জানান।

অনেক আগে থেকেই বলিউডে বহু বছর ধরেই আওয়াজ উঠেছে যে সমান পরিশ্রম করা সত্ত্বেও ছবিতে অভিনেত্রীদের তুলনায় অভিনেতারা অনেকটাই বেশি টাকা পান। সেই অভিনেতা যদি পরবর্তী সময় তারকার পর্যাতেও উন্নীত হন, তারপরেও নাকি ছবিটা একই থাকে। অর্থাৎ একটি বড় বাজেটের ছবিতে একজন নায়ক যে পারিশ্রমিক পান, সেই একই ছবির নায়িকা তার তুলনায় অনেকটাই কম পারিশ্রমিক পান।
এ নিয়ে অনেকেই প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছেন। তবে অনেক জনপ্রিয় নায়কদের মুখে কিন্তু শোনা গেছে পুরোপুরি ভিন্ন কথা। যেমনটা অভিষেক জানিয়েছিলেন তার স্ত্রী আর তার পারিশ্রমিক নিয়ে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে তামিল সিনেমা ‘ইরুভার’ দিয়ে সিনে-অঙ্গনে অভিষেক হয় ঐশ্বরিয়ার। আর এর তিন বছর পর ২০০০ সালে জে পি দত্তের ‘রিফুজি’ দিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করেন অভিষেক। ২০০৭ সালে রাজকীয় আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিষেক ও ঐশ্বরিয়া। ২০১১ সালে তাদের কন্যা আরাধ্যার জন্ম হয়।

সূত্র : হিন্দুস্তান টাইমস।