স্পোর্টস ডেস্ক : চিলিকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে উঠেছে ব্রাজিল। পুরো ম্যাচের অর্ধেক সময় ১০ জন নিয়ে খেলতে হয়েছিল সেলেসাওদের। মূলত বিরতি থেকে ফিরে চতুর্থ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গাব্রিয়েল জেসুস। বাকি সময় খুবই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা যায় নেইমার-রিচার্লিসনদের। ম্যাচ ফলও অপরিবর্তিত রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। নেইমারের মতে, এই ম্যাচেই প্রমাণ হয়েছে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে ব্রাজিল।
লাতিন আমেরিকার দলগুলোর মধ্যে ব্রাজিল অন্যতম ফেভারিট। তার উপর কোপা আমেরিকার গত আসরেও শিরোপা জিতেছিল তিতের দল। চলতি আসরেও ঘরের মাঠে দুর্দান্ত তারা। তবে অন্য ম্যাচগুলোতে আক্রমণাত্মক দেখা গেলেও এই দিন খুবই সতর্ক ছিল ব্রাজিল। দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে এগিয়ে যাওয়ার পর বাড়তি চাপ নেয়নি তারা। এগিয়ে থেকেই ম্যাচ শেষ করে ব্রাজিল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দলের প্রাণ ভোমর নেইমার বলেন, ‘আমরা এমন একটি চ্যালেঞ্জ জিতেছি, এই দলের ক্ষেত্রে যা খুব কম সময়ই হয়। আমাদের জন্য বড় পরীক্ষা ছিল এটি। জানতাম, কঠিন কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আমরা জিতেছি ও সেমি-ফাইনালে উঠেছি। প্রতিটি দিনে নতুন নতুন পরীক্ষা আমাদের আরও শক্তিশালী করে তোলে। এতেই প্রমাণ হয়, যে কোনো পরিস্থিতির মোকাবেলা আমরা করতে পারি।’
দ্বিতীয়ার্ধের শুরুতে ভুলবশত প্রতিপক্ষের খেলোয়াড়কে বাজেভাবে ফাউল করে লাল কার্ড দেখেন জেসুস। তার পাশে দাঁড়িয়ে নেইমার আরও বলেন, ‘চিলি ভালো দল, দারুণ সব ফুটবলার আছে তাদের। একজন কম নিয়ে খেলা সবসময়ই কঠিন। আজকের জয়ে সবার কৃতিত্ব প্রাপ্য, ডিফেন্স, মিডফিল্ড, ফরোয়ার্ড, সবার। জেসুসের স্রেফ ভাগ্য খারাপ ছিল। ওর চোখ ছিল বলের দিকে, প্রতিপক্ষের ফুটবলারের দিকে নয়। দুর্ভাগ্যজনকভাবে তাকে লাল কার্ড দেখানো হয়।’