Home অর্থনীতি আমদানির পরও কমছে না কাঁচা মরিচের দাম

আমদানির পরও কমছে না কাঁচা মরিচের দাম

অনলাইন ডেস্ক : ভারত থেকে আমদানির পরও কমছে না কাঁচা মরিচের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০ থেকে ৩০০ টাকায়। দাম নিয়ে আড়ৎদার-পাইকার ও খুচরা ব্যবসায়ীদের মধ্যে বাকবিতণ্ডার দৃশ্যও চোখে পড়েছে। বৃষ্টির অজুহাতে সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম বেড়ে দিগুণে দাঁড়িয়েছে। তবে কম দামে বিক্রি হচ্ছে ব্রয়লারসহ সব ধরনের মুরগি।

কাঁচামরিচের বাজারের অস্থিরতা পৌঁছেছে তুঙ্গে। এবার আড়ৎদাররা নিজেরাই নেমেছেন বাজার তদারকিতে। তাদের দাবি, খুচরা ব্যবসায়ীরা আড়ৎ থেকে প্রতি কেজি একশ ১৬০ থেকে ১৮০ টাকা দামে কিনে এনে বিক্রি করছে ২৮০ থেকে ৩০০ টাকায়।

তবে, খুচরা ব্যবসায়ীরা অভিযোগ অস্বীকার করলেও সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

মাত্র দু’সপ্তাহের ব্যবধানে আলুর দামও বেড়েছে কেজিতে ৬ থেকে ৭ টাকা করে। টানা বৃষ্টির অজুহাতে বেশিরভাগ সবজিই বিক্রি হচ্ছে বেশি দামে।সাধারণের নাগালের বাইরে মাছের বাজারও।

বাজারে এসে দিশেহারা সাধারণ মানুষ। সংসারের হিসাব মেলাতে জেরবার হতে হচ্ছে তাদের।

এদিকে, দাম কমেছে ব্রয়লারসহ সব ধরনের মুরগির দাম।

Exit mobile version