অনলাইন ডেস্ক : গত ১৯শে মে, শুক্রবার অন্টারিও’র কিচেনারে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে কানাডার হাউজিং এন্ড ডাইভার্সিটি এন্ড ইনক্লুশন মন্ত্রী আহমেদ হুসেন জানান, অন্টারিও’র আবাসন সমস্যা নিরসনে ফেডারেল সরকার প্রভিন্সিয়াল সরকারের সাথে আগামীতে বেশ কয়েকটি যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে। এই পদক্ষেপের আওতায় প্রায় ৪৬ মিলিয়ন ডলার ব্যয়ে অন্টারিও’তে ২৬৭ ইউনিটের সহজলভ্য বাসস্থান নির্মাণের ঘোঘণা দেন। এই প্রকল্পে ফেডারেল সরকার ৩০ মিলিয়ন ডলারের বেশী ব্যয় করবে, এবং প্রভিন্সিয়াল সরকার ব্যয় করবে ১৫ মিলিয়ন ডলার ।
এই ঘোঘণা অনুষ্ঠানে মন্ত্রী আহমেদ হুসেন ছাড়াও উপস্থিত ছিলেন ওয়াটারলুর এমপি বারদিশ চেগার, কিচেনার-কোনেস্টগা’র এমপি টিম লুইস, অন্টারিও’র মিউনিপ্যাল আফেয়ার্স এন্ড হাউজিং মন্ত্রী স্টিভ ক্লার্ক প্রমুখ। উল্লেখ করা হয়, এই প্রকল্পের অর্থ কানাডা-অন্টারিও কমিউনিটি হাউজিং ইনিশিয়েটিভ এর মাধ্যমে দেয়া হবে।
অনুষ্ঠানে মন্ত্রী আহমেদ হোসেন বলেন, কানাডার প্রতিটি নাগরিকের নিরাপদ এবং সহজলভ্য স্থানে বসবাসের অধিকার আছে। সেই কারণেই আমরা সারা অন্টারিও’তে শত শত সহজলভ্য বাসস্থান নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি, যাতে শত শত পরিবার সহজেই এসব স্থানে বসবাস করতে পারে। আর এসব বাসস্থানে নিরাপদ ও স্বস্তির সাথে বসবাস করে যেন, এসব মানুষ নিজেদেরকে আরও উন্নত জীবনের দিকে নিয়ে যেতে পারে। মন্ত্রী আরও জানান, তাঁর সরকার যে ন্যাশনাল হাউজিং স্ট্রাটেজী গ্রহণ করেছে, সেটা সফল হলে, কানাডার সকলেই নিরাপদ ও সুন্দর বাসস্থানে বসবাস করার সুযোগ পাবে। উল্লেখ্য কানাডার বর্তমান সরকার আগামী ১০ বছরের পরিকল্পনায় যে ন্যাশনাল হাউজিং স্ট্রাটেজী গ্রহণ করেছে, তাতে ৮২ বিলিয়ন ডলারের বেশী ব্যয় ধরা হয়েছে।