Home আন্তর্জাতিক আজ ১৮৩ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল

আজ ১৮৩ ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ইসরায়েলের কারাগারগুলোয় আটক থাকা ফিলিস্তিনিদের মধ্যে আজ শনিবার ১৮৩ জনকে মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে তাঁদের মুক্তি দেবে ইসরায়েল।

ফিলিস্তিনি বন্দীদের সংবাদমাধ্যম দপ্তর নতুন এক বিবৃতিতে ১৮৩ জনকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই ১৮৩ ফিলিস্তিনি বন্দীর মধ্যে ১৮ জন যাবজ্জীবন কারাভোগ করছিলেন। ৫৪ জনের বিরুদ্ধে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছিল। আর বাকি ১১ জনকে ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর আটক করা হয়েছিল।

এর আগে বলা হয়েছিল, ইসরায়েলের কারাগারগুলো থেকে শনিবার ৯০ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। পরে এই সংখ্যা বাড়ানো হয়েছে।

ফিলিস্তিনি বন্দীদের সোসাইটির মুখপাত্র আমানি সারাহনেহ বলেন, তথ্যটি হালনাগাদ করা হয়েছে। শনিবার ১৮৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করবে ইসরায়েল।

গত ১৯ জানুয়ারি থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

Exit mobile version