অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির কারণেই কৃচ্ছতা সাধনের জন্য ইফতার পার্টির আয়োজন বন্ধ করে, সাধারণ মানুষের কাছে ইফতার বিলি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যারা আগুন সন্ত্রাসী তারা ইফতার পার্টির নামে নিজেরা ইফতার খায়, মানুষের পাশে দাঁড়ায় না। ইফতার পার্টিতে নিজেরা ইফতার খেয়ে আল্লাহ রাসুলের নাম না নিয়ে আওয়ামী লীগের গিবত করে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (১৮ মার্চ) দলের তেজগাঁও অফিসে আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, যাদের জন্মই গণতান্ত্রিক নয়, দলের মধ্যে গণতন্ত্র নেই। গণতন্ত্রের ধারে কাছে কোনো দিন ছিল না। তারা আজ গণতন্ত্রের কথা বলে।
আওয়ামী লীগ মানুষের ভাতের কষ্ট দূর করতে পেরেছে। আজ মুরগী, মাছের দাম বৃদ্ধি নিয়ে মানুষের একটু কষ্ট হচ্ছে। তবে এখন আর নুন ভাত বা ডাল ভাতের জন্য হাহা নেই।
শেখ হাসিনা বলেন, দেশের মানুষ যা কিছু পেয়েছে আওয়ামী লীগের কাছ থেকে পেয়েছে। আজ চাল, মাছ, মাংস, ডিম সব কিছুর উৎপাদন কয়েক গুণ করে বাড়িয়েছে আওয়ামী লীগ সরকার। প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়ে বলেন, ভুলে গেলে চলবে না, খালেদা জিয়ার সরকার এই রমজান মাসে মুজুরি চাওয়ায় ১১ জন শ্রমিককে গুলি করে মেরেছিল।
বিএনপি কোন সাহসে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে সে প্রশ্নও তোলেন। মনে করিয়ে দেন সর্বশেষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে দলের শেচনীয় পরাজয়ের কথা।