অনলাইন ডেস্ক : গত ২১ মে, রবিবার সন্ধ্যায় অন্যমেলা আয়োজিত ১৭তম টরন্টো বাংলা বইমেলার প্রস্তুতি সভা অন্যমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মেলার আহ্বায়ক জনাব সাদী আহমেদ জানান, এ বছর ২০২৩ এর টরন্টো বাংলা বইমেলা আগামী ২২-২৩ জুলাই, শনি ও রবিবার টরন্টোর ৯ ডজ রোডের ‘রয়্যাল কানাডিয়ান লিজিয়ন’ হল এ অনুষ্ঠিত হবে।
দুই দিন ব্যাপী এই অনুষ্ঠান এর উদ্বোধন করা হবে শনিবার সকাল ১১টায়। তিনি আরো জানান, এ বছর পূর্বের চেয়ে আরো অধিক সংখ্যক প্রকাশক নিজেদের প্রকাশিত বই নিয়ে টরন্টো বাংলা বইমেলায় যোগদান করবেন। ইতিমধ্যেই যাঁরা ভিসা সংগ্রহ করেছেন তাঁদের মধ্যে রয়েছেন কথাপ্রকাশ, অন্যন্যা, সময়, ইত্যাদি, বিশ্বসাহিত্য কেন্দ্র, স্বদেশ শৈলী, বাতিঘর এবং সন্দেশ। এছাড়াও ভিসা প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন অংকুর, এপিপিএল, প্রতিবিম্ব, দোয়েল, এ্যাডন প্রকাশনা সংস্থাসমূহ। বইমেলার আহবায়ক উল্লেখ করেন, ভিসা প্রাপ্ত সকল প্রকাশকই বইমেলায় যোগদানের বিষযটি নিশ্চিত করেছেন।
বইমেলার প্রস্তুতি সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, প্রতি বছরের ন্যায় এ বছরও একটি স্মরণিকা প্রকাশ করা হবে। স্মরণিকার জন্য লেখা আগামী ১৫ই জুন এর মধ্যে পাঠানোর জন্য আগ্রহী সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়।
টরন্টো বইমেলায় প্রতি বৎসর অনুষ্ঠিত ‘উত্তর আমেরিকা কবিতা উৎসব’ এ যোগদানকারী সকলকে মেলার পূর্বেই নিজেদের নাম তালিকাভ‚ক্তি করার জন্য অনুরোধ করা হয়। প্রস্তুতি সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়, মেলায় হ্রাসকৃত মূল্যে বই বিক্রি করা হবে। সভায় উপস্থিত ছিলেন আশরাফ আলী, জসিম মল্লিক, মেহরাব রহমান, মোঃ কামরুজ্জামান স্বপন, সাইদা বারী, ঋতু মীর, জামানা হাসিনা প্রমুখ।
উল্লেখ্য, এ বছর টরন্টো বাংলা বইমেলার প্রধান প্রতিপাদ্য হচ্ছে, ‘বই এর বিকল্প বই’।
বইমেলায় ব্যক্তিগত প্রকাশনা কিংবা সংগ্রহ নিয়ে যোগদান এবং ষ্টল, বিজ্ঞাপন ও অন্যান্য তথ্যের জন্য নিম্নের ইমেইল বা ফোন নম্বর এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানান হয়।
ইমেইল : anyamela2000@yahoo.ca
ফোন : ৪১৬ ৫৬০ ১৫৩০। মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।