অনলাইন ডেস্ক : গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া সাত হাজার ২৬ জন নভেল করোনাভাইরাস সংক্রমিত নিয়ে স্পেন আক্রান্তের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেছে।
শনিবার দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২৪ হাজার ৭৩৬ জনে, যা ইতালি থেকে বেশি বলে জানিয়েছে বিবিসি।
শুক্রবার নতুন আক্রান্তের সংখ্যা সাত হাজার ৪৭২ জন ছিল, কিন্তু পরববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৪৪৬ জন কমেছে।
করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত স্পেনে টানা দ্বিতীয় দিনের মতো দৈনিক মৃত্যুর সংখ্যাও কমেছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় মোট ৮০৯ জনের মৃত্যুর হয়েছে যা পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত ৯৩২ জন থেকে ১২৩ জন কম বলে প্রকাশিত পরিসংখ্যানের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, করোনাভাইরাসে শনিবার স্পেনে মৃত্যুর সংখ্যা আগের দিনের ১০ হাজার ৯৩৫ জন থেকে বেড়ে মোট ১১ হাজার ৭৪৪ জনে দাঁড়িয়েছে।
স্পেনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাচ্ছে বলে গত সপ্তাহে বলেছিলেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী সালভাতোর ইয়া। এখন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমায় তার বক্তব্যের পক্ষে সমর্থন পাওয়া যাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
স্পেনজুড়ে চলা তিনি সপ্তাহের কঠোর লকডাউন শনিবার শেষ হচ্ছে। লকডাউনের এ পর্বে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হওয়া নিষিদ্ধ ছিল এবং অধিকাংশ ব্যবসা বন্ধ ছিল। তবে দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ লকডাউনের সময়সীমা আরও অন্তত দুই সপ্তাহ বাড়াবেন বলে ধারণা করা হচ্ছে।