বিনোদন ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলনের জেরে গতকাল ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। তার এই পতনকে বাংলাদেশের নতুন স্বাধীনতা হিসেবে আখ্যায়িত করছেন অনেকে।

এদিকে শেখ হাসিনা পদত্যাগের পর আওয়ামী লীগের নেতাদের খুঁজে বেড়াচ্ছে ছাত্র-জনতা। এমনকি রাস্তায় গাড়িয়ে থামিয়ে তল্লাশি করে খোঁজা হচ্ছে তাদের। অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা সামাজিক মাধ্যমে এরকম একটি অভিজ্ঞতা বর্ণনা করেছেন।

সামাজিক মাধ্যমে মিথিলা জানিয়েছেন আওয়ামী লীগ নেতাদের খুঁজতে তল্লাশি চালানো হয়েছে মিথিলার গাড়িতে। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। সেখানে লিখেছেন, ‘আমার বাড়ির পথে রাস্তার কিছু অপরিচিত যুবক আমার গাড়ি দুইবার থামিয়েছে। ট্রাঙ্ক খুলতে বলেছে।

এরপর লিখেছেন, তৃতীয়বার যখন এটা ঘটল তখন আমি তাদের প্রশ্ন করি কেন তারা এটা করছে? তারা আমাকে আক্রমণাত্মক ভঙ্গিতে জবাব দেয়, গাড়িতে আমি আওয়ামী লীগের কাউকে লুকিয়ে রেখেছি কিনা! তারা সেটাই নাকি খতিয়ে দেখছেন।’

মিথিলা আরও লিখেছেন, ‘বিষয়টি খুবই উদ্বেগজনক। আমার দেশে আমি নৈরাজ্য চাই না। আমরা লুটপাট, ভাঙচুর সমর্থন করি না। ছাত্ররা এর জন্য লড়াই করেনি। আমরা শান্তি ও নিরাপত্তা চাই।’