স্পোর্টস ডেস্ক : সীমান্ত নিয়ে সমস্যার কারণে এক দশকেরও বেশি সময় ধরে ভারত-পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। একই কারণে ভারতের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে (আইপিএল) খেলা হচ্ছে না পাকিস্তানের ক্রিকেটারদের।

পাকিস্তানের ক্রিকেটাররা যদি আইপিএলের আসন্ন ১৫তম আসরে খেলার সুযোগ পেতেন তাহলে কোটি কোটি টাকা আয় করতে পারতেন বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদিরা। এমনটিই দাবি করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার আকিব জাভেদ।

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা দলটি গ্রুপপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে। কিন্তু সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে ফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান।

বিশ্বকাপের মতো বড় আসরে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন পাকিস্তানের তিন তারকা ক্রিকেটার বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও পেসার শাহিন শাহ আফ্রিদি।

শুধু বিশ্বকাপেই নয়, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ধারাবাহিক পারফর্ম করেছেন মোহাম্মদ রিজওয়ান। ফর্মের তুঙ্গে থাকা রিজওয়ান, শাহিন আফ্রিদি ও বাবর আজমরা যদি এবারের আইপিএলের নিলামে অংশ নেওয়ার সুযোগ পেতেন তাহলে কোটি কোটি টাকা আয় করতেন।