স্পোর্টস ডেস্ক : মহামারি করোনার কারণে মাঝপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএলের বাকি অংশের খেলা শুরু হতে পারে আগামী ১৭ সেপ্টেম্বর। ফাইনাল হতে পারে ১০ অক্টোবর।

ভারতে করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় আইপিএলের বাকি ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। শনিবার এমনটিই নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। তবে কবে শুরু হতে পারে তা নিশ্চিত করা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সূত্রের খবর-সম্ভবত ১৭ সেপ্টেম্বর আইপিএল শুরু হয়ে ১০ অক্টোবর শেষ হতে পারে। তবে অক্টোবরে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়ে নভেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। বিশ্বকাপ শুরুর ঠিক আগেই আইপিএল শেষ করার চিন্তাভাবনা রয়েছে আয়োজকদের।

শনিবার বিসিসিআইয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, আইপিএলে বিদেশি প্লেয়ারদের জন্য আমরা সব ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছি। আমরা ওয়েস্ট ইন্ডিজের সঙ্গেও কথা বলেছি। আমাদের সবার সঙ্গে ভালো সম্পর্ক এবং কিছু দিনের মধ্যেই কোনো না কোনো সমাধান বেরিয়ে আসবে।