Home আন্তর্জাতিক আইনসভায় প্রস্তাব পাস : ইসরায়েলজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার ৬৬

আইনসভায় প্রস্তাব পাস : ইসরায়েলজুড়ে বিক্ষোভে গ্রেপ্তার ৬৬

অনলাইন ডেস্ক : বিচারব্যবস্থায় ‘বিতর্কিত’ সংস্কারের বিল পাস করা নিয়ে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। ইসরায়েলের আইনসভা নেসেটে বিলটি পাস হওয়ার কয়েক ঘণ্টা পর শুরু হওয়া বিক্ষোভ গতকাল মঙ্গলবার পর্যন্ত অব্যাহত রয়েছে। ক্ষমতাসীন সরকার বিক্ষোভ দমন করতে জলকামান ব্যবহার করে। কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়।

বিরোধীরা বলছে, গণতন্ত্রকে নস্যাৎ করবে এই সংস্কার। চলতি বছরের জানুয়ারিতে বিচারব্যবস্থার সংস্কার প্রস্তাব পেশ করার পর ইসরায়েলে গণবিক্ষোভ শুরু হয়। ইসরায়েলে কট্টর ডানপন্থী সরকারে নেতৃত্ব দেওয়া বেনিয়ামিন নেতানিয়াহুর সিদ্ধান্তের প্রতিবাদে টানা বিক্ষোভ করে আসছিল সাধারণ মানুষ। রাস্তা অবরোধ করে রাজধানী তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে জমায়েত হয়।

প্রধান টার্মিনাল অবরোধ করে বিক্ষুব্ধরা। গতকাল সকালে পুলিশ ৪০ জনকে গ্রেপ্তার করে। ইসরায়েলি একটি গণমাধ্যমে ৬৬ জনকে গ্রেপ্তারের খবর দেওয়া হয়। জেরুজালেমের বাইরে রাজপথে দাঁড়িয়ে বিক্ষোভ করছিলেন এইতান গ্যালন, যিনি পেশায় একজন চিকিৎসক।

তিনি বলেন, ‘আমি এখানে এসেছি, কারণ এই সরকার সম্পূর্ণভাবে ধ্বংস করছে, ইসরায়েলের গণতন্ত্র নস্যাৎ করছে।’ পুলিশের জলকামান ব্যবহার করার দিকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, ‘শেষ পর্যন্ত লড়াই চলবে।’

জেরুজালেম ও তেল আবিবের মধ্যকার মোদিন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা যান চলাচল বন্ধ করে দেয়। জাতীয় পতাকা হাতে নিয়ে সমবেত হয় বিক্ষোভকারীরা। সংস্কার প্রস্তাব নিয়ে আসার পর শুরু হওয়া বিক্ষোভের এক পর্যায়ে গত মাসে নেতানিয়াহু বলেছিলেন, বিক্ষোভের কারণে সবচেয়ে বিতর্কিক প্রস্তাবনাটি তিনি বাতিল করেছেন, যার মাধ্যমে সুপ্রিম কোর্টের নির্দেশকে আইনসভা অগ্রাহ্য করা সম্ভব হতো।

কর ফাঁকির অভিযোগে সাজাপ্রাপ্ত রাজনীতিক আরিয়েহ দেরিকে মন্ত্রিসভা থেকে পদচ্যুত করতে নির্দেশ দেন আদালত। এর ফলে তাঁকে সরাতে বাধ্য হন নেতানিয়াহু এবং এই সিদ্ধান্তই তাঁকে বিচার বিভাগসংক্রান্ত সংস্কার আনতে উদ্বুদ্ধ করে।

গতকাল আইনসভায় ভোটাভুটির দিন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বিতর্কে অংশ নিয়ে সরকারের প্রতি কড়া নিন্দা জানান।

অন্যদিকে বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বিদ্যমান ব্যবস্থাকে গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক আখ্যা দেন। সূত্র : এএফপি, টাইমস অব ইসরায়েল।

Exit mobile version