Home আন্তর্জাতিক আইএমএফের ৩০০ কোটি ডলার পাচ্ছে পাকিস্তান

আইএমএফের ৩০০ কোটি ডলার পাচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক : পাকিস্তানকে ৩০০ কোটি মার্কিন ডলারের (তিন বিলিয়ন) জরুরি (বেইলআউট) ঋণ প্রদানের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। কয়েকটি ধাপে ঋণের এই অর্থ পাবে পাকিস্তান।

বুধবার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে রয়টার্স। খবরে বলা হয়েছে, সংকটে থাকা পাকিস্তান প্রথম ধাপে প্রায় ১২০ কোটি ডলার পাবে। বাকিটা আগামী নয় মাসের মধ্যে হস্তান্তর করবে আইএমএফ।

পাকিস্তানকে ঋণ দিতে গত মাসে প্রাথমিকভাবে রাজি হয় আইএমএফ। ঋণের জন্য পাকিস্তানের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে আইএমএফের সঙ্গে আলোচনা চালিয়ে আসছিলেন। প্রায় আট মাস পর গত মাসে উভয় পক্ষ ঋণের চুক্তি ও শর্তের বিষয়ে সম্মত হন।

এখন আইএমএফের পরিচালনা পর্ষদের অনুমোদনের মধ্য দিয়ে পাকিস্তানের ঋণ পাওয়া নিশ্চিত হলো। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর এখন সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান।

কয়েক মাস ধরেই দেশটি প্রায় দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। এমন পরিস্থিতিতে আইএমএফের ঋণ পাকিস্তানকে বিশেষ সুবিধা দেবে।

ঋণ খেলাপি হওয়ার দ্বারপ্রান্তে ছিল দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। দেশটির কাছে এক মাসের আমদানির জন্য বিদেশি মুদ্রায় পর্যাপ্ত পরিমাণে ছিল না। চলতি সপ্তাহে মিত্র সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকেও তহবিল পেয়েছে পাকিস্তান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টায় বেইলআউট একটি বড় পদক্ষেপ। এটি তাৎক্ষণিক থেকে মধ্যমেয়াদী অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে।

Exit mobile version