স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস মহামারির মধ্যেই নানা চড়াই উৎরাই পেরিয়ে চলছে এবারের অলিম্পিক আসর। অ্যাথলিট ভিলেজে ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন অনেকেই। বায়োবাবলে থাকা স্বত্বেও অ্যাথলেট-কর্মকর্তা কেউই বাদ পড়ছেন না করোনার থাবা থেকে।

আর এসব থেকে বাঁচতেই প্রায় শূন্য গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে ইভেন্টগুলো। মাঠ এবং গ্যালারিতে কর্মকর্তা, অ্যাথলেট এবং সংবাদকর্মীদের মাস্ক পড়া ছিল বাধ্যতামূলক।

তবে এবার অ্যাথলেটদের অনুরোধে কিছুটা নমনীয় হলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। পদক জয়ের পর ছবি তুলতে মাস্ক সরানোর অনুমতি দিল তারা। তবে সেটি ৩০ সেকেন্ডের বেশি নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে আইওসি। ফলে, পদকপ্রাপ্তীর সেরা মুহূর্তটিকে এখন আর মাস্কের আড়ালে ঢাকতে হচ্ছে না সৌভাগ্যবান অ্যাথলেটদের।