Home বিনোদন অর্ধযুগ পর নাটকে জয়া

অর্ধযুগ পর নাটকে জয়া

বিনোদন ডেস্ক : বর্তমানে বড়পর্দাতে ব্যস্ত জয়া আহসান। দেশে ও কলকাতায় সমানতালে ব্যস্ত তিনি। এক সময় ছোটপর্দাতেও কাজ করেছেন নিয়মিত। তবে বহুদিন সেই উপস্থিতি নেই তার। প্রায় অর্ধযুগ পর আবারো নাটকে দেখা যাবে তাকে।

আরটিভির ঈদ নাটক ‘স্বপ্ন ভঙ্গ’তে অভিনয় করেছেন জয়া। প্রয়াত আসফাকের রচনা ও পরিচালায় এ নাটকের গল্পে দেখা যাবে কেন্দ্রীয় চরিত্র সাহেদ ও অনি শুরু করে তাদের নতুন সংসার। সুখের এই জীবনে হঠাত্ ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। এরপর জীবনে ঘটতে থাকে নানারকম ভৌতিক ঘটনা। তারা মুখোমুখি হয় দারোয়ান, কেয়ার টেকার ও বন্ধুদের অসামঞ্জস্য আচরণের। এই ভৌতিক ঘটনার ভেতর দিয়েই এগুতে থাকবে নাটকের গল্প।

শেষ দৃশ্যে স্বপ্ন ভঙ্গ গল্পের কেন্দ্রীয় চরিত্র সাহেদ ও অনি জানতে পারে পূর্বে ঘটে যাওয়া দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। এভাবেই ঘটে স্বপ্ন ভঙ্গ নাটকের সমাপ্তি হবে। নাটকটি ঈদুল আজহার অনুষ্ঠানমালায় সপ্তম দিন রাত ৯টায় প্রচার হবে।

Exit mobile version