বকুল ভৌমিক
হে অমর একুশে, রক্ত মাখা স্মৃতিতে তুমি, হৃদয়ে তুমি, তোমায় শত প্রণাম
শ্রদ্ধায় লহি সালাম বরকত রফিক জব্বার সকল শহীদের নাম।
সেদিন খেপা হায়েনাগুলো ছিল বড্ড খেঁকী
নেকড়েগুলোর থাবা ছিল ভয়ংকর নরপিশাচদের রাইফেল, বেনেটে রক্তাক্ত হল রাজপথ
হে অমর একুশে, রক্তে রাঙালে নিজেকে,
মায়ের ভাষাকে বাঁচাবে বলে নিয়েছিলে শপথ।
সেদিন রক্তে মেখেছিলে বলে
আজও বাংলায় বহে শরতের দক্ষিণা বাতাস,
হেমন্তের বিকেল আজও শিউলি শেফালি ঘেরা,
আজও বাংলার আকাশে ঝিলিমিলি আলোর খেলা,
আজও বাংলায় দোয়েল চড়ুই শালিকের চারণ মেলা।
সেদিন রক্তে মেখেছিলে বলে
আজও বাবুই পাখিরা চিত্ত স্বাধীন ঘর বুনে তাল গাছের ডালে
ডাহুক, শারক, বক পাখিরা স্পর্ধা ভরে শামুক ঝিনুক খুঁজে বেড়ায় বাংলার খালে বিলে
আজও পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র, তিতাস, মধুমতি বাংলার বুক চিরে বয়ে চলে।
সেদিন রক্তে মেখেছিলে বলে
আজও বসন্তে কুকিল, ময়না, শামা গান গায় হৃদয় খোলে
আজও অশোক, রক্তকাঞ্চন, রুদ্রপলাশ, শাল, শিমুল বাংলার প্রকৃতি রাঙিয়ে তোলে
আজও বসন্তে কপত কপতির উল্লাসে হৃদয় দোলে।
সেদিন রক্তে মেখেছিলে বলে, গর্জে উঠেছিলে বলে
খেঁকী হায়েনাগুলো ভয়ে কুকঁড়ে মাথা নুয়ে
গিয়েছে দূরে সরে
অ, ক, খ, ম বাংলা আমার মায়ের মুখ, মায়ের মধুর ভাষা আজও আছে মাথা উঁচু করে,
অমর একুশে তুমি আছ বুকের ভিতরে।
অটোয়া