Home আন্তর্জাতিক অবশেষে যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান পাচ্ছে তুরস্ক

অবশেষে যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান পাচ্ছে তুরস্ক

অনলাইন ডেস্ক : অবশেষে যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান পেতে যাচ্ছে তুরস্ক। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার বিষয়ে ঘোষণা দিয়েছে দেশটি। এর আগে কয়েক মাস আলোচনার পর ২৩ বিলিয়ন ডলারের এ চুক্তিতে অনুমোদন দেয় ওয়াশিংটন।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। সূত্রটি জানিয়েছে, এ সংক্রান্ত চুক্তিটি স্বাক্ষর হয়েছে এবং উভয় পক্ষের প্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করছেন। চুক্তির অধীনে তুরস্ক ৪০টি নতুন এফ-১৬ পাবে। পাশাপাশি দেশটির বহরে থাকা ৭৯টি যুদ্ধিবিমানের আধুনিকায়ন করা হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট গত সপ্তাহে তুরস্কের নতুন এফ-১৬ যুদ্ধবিমান ক্রয় করাকে ‘একটি বড় পদক্ষেপ’ বলে অভিহিত করেছে। সেই সঙ্গে ‘এখন পর্যন্ত সবচেয়ে উন্নত এফ-১৬ শুধু নিকটতম মিত্র ও অংশীদাররা পাবে’ বলেও জানিয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবরে জেটগুলো পাওয়ার জন্য আবেদন করেছিলো তুরস্ক। পরে দীর্ঘ সময় ধরে চলা আলোচনার অবসান ঘটিয়ে চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন তুর্কি সরকারকে এফ-১৬ বিক্রির অনুমোদন দেয়।

সূত্র: আতালায়ার

Exit mobile version