বকুল ভৌমিক
সূর্যের আলো নিভে যায় যখন
তারারা জেগে উঠে নগ্ন আকাশে
খুলে যায় তাদের গায়ের আচ্ছাদন।
বেলীফুলের গন্ধে মেতে উঠে রাতের হাওয়া
স্তব্ধ নিঝুম রাতে মিটিমিটি জোনাকির
আঁধার আলোর নিরব ছোঁয়া।
নিশাচরের হৃদয়ে লাগে মিষ্টি আবেশ
আশায় থাকে অপভ্রংশ এ মন
নিভে যায় কখন তোমার নি:সঙ্গ ঘরের লন্ঠন
নিষিদ্ধ বাতাসের দোলায় উন্মোচিত হয় তোমার আবরণ
অনুভ‚তিগুলো উপলদ্ধিতে বাসা বাঁধে
এক অদ্ভুত সংগমের নেশায়
যেমনিভাবে মেঘনা পদ্মা সংগমে মিলিত হয়ে সমুদ্র বক্ষে মিলিয়ে যায়
তোমার সুপুষ্ট বুকের পরে মাথা পেতে
জানতে ইচ্ছে করে কি হচ্ছে হৃদয় ধমনী পথে
রক্ত কণিকাগুলো কি বলে যায় মিনিটে ৬০ থেকে ৭০ বার
তাতে কি নেই ভালোবাসা, আকাংখা, আশা, গল্প কথা বা কিছু বলার।