অনলাইন ডেস্ক: মোস্তফা কামালকে সভাপতি এবং মাসুদ আলী লিটনকে সাধারণ সম্পাদক করে গঠিত অন্টারিও আওয়ামী লীগের কমিটিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন সংগঠনের এই অংশের নেতাকর্মীরা। সাধারণ সম্পাদক হিসেবে অনুমোদন পাওয়া সাবেক ছাত্রনেতা মাসুদ আলী লিটন শেখ হাসিনার স্বাক্ষর করা অনুমোদনপত্রের একটি কপিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেছেন। এতে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সাথে অন্টারিও আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে ফারুকী হাসান এবং আবদুল কাদের মিলুর স্বাক্ষর রয়েছে। এদুজনই বর্তমানে ঢাকায় ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন বলে জানা যায়। নতুনদেশ
প্রসঙ্গত, কানাডা আওয়ামী লীগের অভ্যন্তরীণ দ্বিধা বিভক্তির জের ধরে অন্টারিও আওয়ামী লীগ বিভক্ত হয়ে পরে। কানাডা আওয়ামী লীগের সভাপতি মাহমু মিয়া মোস্তফা কামাল এবং মাসুদ আলী লিটনকে যথাক্রমে প্রেসিডেন্ট সেক্রেটারি করে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা দেন। একই সময়ে বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক যুবলীগ নেতা মোহাম্মদ হাসানকে সভাপতি ও সুদীপ সোম রিংকুকে সাধারণ সম্পাদক করে আলাদা কমিটিকে অনুমোদন দেন কানাডা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রিন্স। গত কয়েক মাস ধরে দুটি কমিটিই আলাদাভাবে সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করেছে। শেষ পর্যন্ত সভাপতি মাহমুদ মিয়ার অনুমোদন দেয়া মোস্তফা কামাল- মাসুদ আলী লিটনের নেতৃত্বাধীন কমিটি শেখ হাসিনার অনুমোদন পেলো বলে তারা জানিয়েছেন। শেখ হাসিনার অনুমোদন পাওয়া এই কমিটিতে আজিজুর রহমান প্রিন্স সমর্থিত কমিটির সাধারণ সম্পাদক সুদীপ সোম রিংকুকে সদস্য হিসেবে রাখা হয়েছে। তবে সভাপতি মোহাম্মদ হাসানকে রাখা হয়নি।