স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য ব্যাটিংয়ে রান রেটের বিশাল ব্যবধান প্রায় ঘুচিয়েই ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। পারল না একটুর জন্য। দ্বিতীয় সেরা দল হিসেবে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিল বাংলাদেশ।
লাহোরে শনিবার থাইল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১৬৭ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ১০.৫ ওভারে।
বাংলাদেশের ম্যাচের পাঁচ ঘণ্টা পর শুরু হয় ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। টসে জিতে বল বেছে নিতে তাই দ্বিতীয়বার ভাবেনি তারা। বিশ্বকাপে যেতে ১৬৭ রানের লক্ষ্যে ক্যারিবীয়দের জিততে হতো ১০.১ ওভারে। আর স্কোর সমান করে ছক্কা হাঁকালে ১১ ওভারের মধ্যে জিতলেও মিলে যেত সমীকরণ। খুব কাছে গিয়েও পারল না তারা। তাতে স্বস্তির নিঃশ্বাষ ফেলল বাংলাদেশ।
দারুণ ব্যাটিং আর বোলিংয়ে টানা তিন জয়ে বিশ্বকাপের দাবি আগেই জানিয়ে রেখেছিল বাংলাদেশ। শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই অন্য কোনো হিসাব ছাড়াই মিলত টিকেট। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের পর শনিবার পাকিস্তানের বিপক্ষেও হেরে অপেক্ষা বাড়ে নিগার সুলতানার দলের। অনেক উৎকণ্ঠা শেষে অবসান হলো প্রতীক্ষার।
২৯ বলে ৭০ রান করে ম্যাচসেরা হ্যালি ম্যাথুস যখন ফেরেন হিসাব মেলাতে ৩ ওভারে তখনও দরকার ৬২ রান। শিনেল হেনরির ১৭ বলে ৫ ছক্কায় ৪৮ রানের ঝড়ো ইনিংসের পরও হিসাব মেলেনি ক্যারিবীয় মেয়েদের। ১১তম ওভারের পঞ্চম বলে অধিনায়ক স্টেফানি টেলর ছক্কা মেরে দলকে জেতালেন বটে কিন্তু ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে নেট রান রেটে বাংলাদেশের এগিয়ে থাকা।
বাংলাদেশের নেট রান রেট +০.৬৩৯, ওয়েস্ট ইন্ডিজ থেমেছে +০.৬২৬ নেট রান রেটে।