স্পোর্টস ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে দৈনিক সংক্রমণ সাড়ে তিন লাখ ছাড়িয়ে গেছে। দৈনিক মৃতের সংখ্যাও বাড়ছে। গোটা ভারতে চলছে অক্সিজেন হাহাকার। হাসপাতালগুলিতে অক্সিজেনের অভাবে কোভিড-১৯ রোগীর মৃত্যু ঘটছে। এই পরিস্থিতিতে এগিয়ে এলেন অজি পেসার ও কলকাতা নাইট রাইডার্সের সদস্য প্যাট কামিন্স।
তিনি নরেন্দ্র মোদির ‘পিএম কেয়ার্স ফান্ড’-এ ৫০ হাজার মার্কিন ডলার দান করলেন অক্সিজেন কেনার জন্য। এমনকি সতীর্থদের কাছেও তিনি আবেদন রেখেছেন এই কঠিন সময়ে এগিয়ে আসার জন্য। এক বিবৃতিতে কামিন্স বলেছেন, ‘ভারতে অনেকদিন ধরে খেলতে আসছি। এই দেশটাকে ভালবেসে ফেলেছি। তাই করোনা সংক্রমণে এই দেশ যখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। এই পরিস্থিতিতে কোথাও কোথাও লকডাউন হয়েছে। আইপিএল বাতিল করার কথাও শুনছি। কিন্তু আমি ভারতীয় সরকারের কাছে আবেদন করব, টুর্নামেন্ট যেন বন্ধ না হয়। লকডাউনে ঘরবন্দি থাকতে থাকতে খেলা দেখলে মানুষজন আনন্দ পাবেন। এই কঠিন পরিস্থিতিতে ক্রিকেটার হিসেবে আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে। তাই আমি সামান্য কিছু দান করলাম। যাতে অক্সিজেন কেনা যায়। আমি সতীর্থ ক্রিকেটারদেরও অনুরোধ করব এগিয়ে আসার জন্য।’
এদিকে কোভিড-১৯ আতঙ্কে কাঁপছে আইপিএলও। গতকাল রবিবার (২৫ এপ্রিল) ম্যাচের পরেই অনির্দিষ্টকালের জন্য প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিন অস্ট্রেলীয় ক্রিকেটারও ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারত ছেড়েছেন। তবে সমালোচনা এবং প্রশ্ন উঠলেও ভারতীয় বোর্ড জানিয়ে দিল, খেলা হবে। বিসিসিআই জানিয়েছে, যারা চলে যেতে চান তাদের আটকানো হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, ‘এখনও পর্যন্ত যা খবর, আইপিএল চলবেই। তবে কেউ চলে যেতে চাইলে কোনও সমস্যা নেই। তাকে আটকানো হবে না।’